প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীকে সম্মান জানাতেই ১৯০৯ সালে ২৮ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালনের কথা জানিয়েছে ইউনেস্কো। নারী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই দিনটি প্রথম উদযাপন শুরু হয়। বর্তমানে এই দিনটি বিশেষভাবে পালিত হয় বিশ্বজুড়ে। নারীর আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অস্তিত্বকে কুর্নিশ জানিয়ে এই বিশেষ আয়োজন।
নারী দিবস উদযাপনকে ঘিরে কিছু পরিকল্পনার মাধ্যমে আপনিও সম্মান জানাতে পারেন আপনার পাশের নারীর প্রতি:
নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ ভিডিও রিল তৈরি করতে পারেন। যা তাদের চমকে দিতে পারে। এছাড়াও বাড়ির নারী সদস্যদের জন্যও করতে পারেন একই রকমের বিশেষ আয়োজন। কারণ, ঘর হোক বা বাইরে নারীরা সমান তালে ‘দায়িত্ব সামাল দেওয়ার ক্ষমতা রাখে।
নিজের সঙ্গিনীই বা স্ত্রীই হোন, ৮ মার্চ আপনার জীবন জুড়ে থাকা সেই বিশেষ ব্যক্তিত্বকে আলাদা করে কোনও কার্ড দিয়ে চমকে দিতে পারেন। আপনি যদি নিজে নারী হন, তাহলেও অন্য কোনও নারীকে দিবসটির শুভেচ্ছা জানাতে পিছপা হবেন না। আপনার মা এবং মাতৃস্থানীয়দেরও এই উদযাপনে সামিল করে তাদের বিশেষ বার্তা দিয়ে চমকে দিতে পারেন।
দিনটিতে সামাজিক দিক দিয়ে কোনও নারী সংগঠনের প্রতি আলাদা করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। কোনও নারী দ্বারা পরিচালিত এনজিওকে সাহায্য করতে পারেন আপনার মতো করে। দিনটি উদযাপনের জন্য আলাদা করে সঙ্গে রাখতে পারেন পার্পেল রঙের রিবন বা গোলাপি কোনও জিনিস। এই রঙ নারী দিবসের প্রতীক হিসাবে মনে করা হয়।