অনেক সময়ই স্ত্রী নিজেকে দূরে সরিয়ে নেন স্বামীর কাছ থেকে। তবে স্বামী ধরতে পারেন না। তাই এমন ৫ লক্ষণ জেনে নিন, যা বুঝিয়ে দেয় স্ত্রী একেবারেই ভালোবাসছেন না।
বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনের মনের মিল থাকা জরুরি। ভালোবাসার আবহেই বেঁচে থাকে জীবনের স্বার্থকতা। মানুষ মনের আনন্দে এগিয়ে যেতে পারেন। তাই পরিবারে সুখ থাকা সবার আগে জরুরি।
তবে বহু ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী তার স্বামীর ওপর থেকে আকর্ষণ হারান। কিন্তু স্বামীরা বুঝতে পারেন না। আর যখন ধরতে পারেন, ততদিনে জল অনেকে দূর গড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সচেতন থাকাটা সবার আগে জরুরি।
তাই প্রথমেই জানতে হবে স্ত্রীর মনের কথা। জানি, নারীর মন বোঝা দায়। তবে তাদের আচার ব্যবহারের দিকে নজর দিলেই ধরতে পারবেন কোথায় সমস্যা। এ ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর প্রতি ভালোবাসা হারালে এই কয়েকটি লক্ষণ দেখা যায়।
কথা বলা বন্ধ: আমরা নিজেদের পছন্দের মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি। আমরা চাই, এই মানুষগুলেঅ যেন আমাদের সারাদিন ঘিরে থাকেন। তাই নিজের সঙ্গীর সঙ্গে কথা বলতে আমরা পছন্দ করি। কিন্তু অনেক সময়ই দূরত্ব তৈরি হলে এই ভাষার ব্যবহার কমতে থাকে। তখন পাশাপাশি থাকার পরও একে অপরের সঙ্গে কথা বলা যায় না। তাই স্ত্রী কথা বলা বন্ধ করলে অবশ্যই সচেতন হন। চেষ্টা করুন কথা বলার।
নিজের মতো থাকছেন: মানুষ মাত্রই স্বাধীন। তিনি নিজের মতো করে বাঁচতেই পারেন। তবে বিবাহিত জীবনে একে অপরের জন্য একটু ভালোবাসা থাকা দরকার। আর সেই কারণেই পরস্পরের মতো করে মিলে মিশে থাকতে হয়। তবে অনেক সময় স্ত্রী হঠাৎ করেই বদলে যেতে থাকেন। তখন তিনি নিজের মতো করে বাঁচতে চান। আপনার হাত ছেড়ে থাকতে চান। এই অবস্থা দেখা দিলে অবশ্যই ব্যবস্থা নিন।
কোনো কিছু লুকিয়ে রাখছেন: কিছু কথা অবশ্যই গোপন রাখা যায়। সেই অধিকার সবার রয়েছে। তবে দাম্পত্য জীবনে বেশি লুকোচুরি হলে কিন্তু ঝামেলা হয়। বিশেষত, ছোটখাট বিষয়ও স্ত্রী লুকিয়ে রাখলে বুঝতে হবে জটিলতা তৈরি হয়ে গেছে। তাই তো স্ত্রী প্রতিদিন কোনো কিছু গোপন করলে বুঝবেন সমস্যা গুরুতর। সেই খারাপ জিনিসটিকে বেছে ফেলে দিন।
সম্মান অনুপস্থিত: সম্পর্ককে সঠিক অভিমুখে দিশা দেখাতে পারে পরস্পরের প্রতি থাকা সম্মান। আপনারা নিজেদের সম্মান দিতে পারলেই দেখবেন অনায়াসে সমস্যার সমাধান করে ফেলতে পেরেছেন। তবে অনেকেই সেই কাজটা করতে পারেন না। সেক্ষেত্রে জীবনে জটিলতা তৈরি হয়ে যায়। তাই একবার ভেবে দেখুন তো স্ত্রী আপনাকে সম্মান করছেন কিনা! না করলে সঠিক ব্যবস্থা নিন। নিজেদের সমস্যা খুঁজে বের করুন।
রোম্যান্স নেই: সম্পর্কে একে অপরের কাছে থাকতে হবে। এই কাছাকাছি থাকার ইচ্ছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারে। আর বিজ্ঞানও বলছে সেই এক কথাই। মনোবিজ্ঞান জানাচ্ছে, শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্কে জরুরি। তাই স্ত্রী যদি হঠাৎ করে রোম্যান্স থেকে দূরে যেতে থাকেন, তবে সচেতন হয়ে যান। বুঝে নিন, তার ভালোবাসা কমছে। এই পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই সঠিক ব্যবস্থা নিন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফেলুন।