জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় অবহেলা ও চিকিৎসা সেবার বিপরীতে টাকা গ্রহণ করার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে এই আদেশ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (১৮ জুলাই) সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত এক চিঠিতে এই সতর্কতা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকায় ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় অবহেলা ও দেরি করা হচ্ছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় (অপারেশন থিয়েটারে সঠিক সময়ে আনা নেওয়া, অপারেশন করা ও আহতদের ক্ষতস্থানে ড্রেসিং করা ইত্যাদি ক্ষেত্রে) অনাকাঙ্ক্ষিত দেরি করা হচ্ছে। এমনকি সরকার আহতদের সমস্ত ব্যয় বহন করবেন মর্মে ঘোষণা দেওয়া সত্ত্বেও সরকারি নির্দেশ অমান্য করে চিকিৎসা সেবা প্রদানের (যেমন হাতে বা পায়ে রড লাগানো, রক্ত সরবরাহ, ক্ষতস্থানে ড্রেসিং ইত্যাদি) ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে আহতদের চিকিৎসা সেবার বিপরীতে টাকা গ্রহণ করা হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে আবশ্যিকভাবে বিরত থাকতে হবে।
হাসপাতাল পরিচালক বরাবর পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, কোনো ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলার কোনোভাবেই হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এছাড়াও সাক্ষাতের সময়সূচি ব্যতীত কোনো দর্শনার্থী হাসপাতালের ভেতরে এবং রোগীর কক্ষে প্রবেশ করতে পারবেন না।
এতে উল্লেখ আরও করা হয়েছে, বিষয়টি অতি জরুরি। এ আদেশ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উপর্যুক্ত নির্দেশনা জারি করা হলো।