ঠোঁট ফাটলে দ্রুত যা করবেন

0
90

শীতে ঠোঁট ফাটার সমস্যা বেশি দেখা যায়। এ সমস্যা যেমন ত্বকের ক্ষতি করে তেমনি সৌন্দর্যও নষ্ট করে। তাই ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ঠোঁট ফাটতে শুরু করলে দ্রুত এর কার্যকরী সমাধান করা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট ফাটে। ঠোঁট সামান্য শুষ্ক হলে অনেকে জিব দিয়ে ভেজানোর চেষ্টা করেন। এতে স্যালাইভা শুকিয়ে যায়। ফলে ঠোঁট আরও শুষ্ক হয়ে ওঠে এবং ফেটে যায়।

শীতের ঠান্ডা মৌসুমে পানি খাওয়ার পরিমাণও কমে যায়। তাই শরীরে ডিহাইড্রেশনের সমস্যার কারণেও শীতে ত্বকের পাশাপাশি শুষ্ক হয়ে ওঠে ঠোঁট। অনেক সময় ত্বক বেশি শুষ্ক হলে ঠোঁট ফেটে রক্তও ঝরে।

এমন সমস্যা সমাধানে দ্রত করণীয় কী জানেন? ত্বক বিশেষজ্ঞরা এ সমস্যার সমাধানে দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু টিপস। এগুলো হলো-

১. নরম পাতলা কাপড়ের টুকরা হালকা গরম পানিতে ভিজিয়ে ঠোঁটের উপর আলতো করে ঘষুন।
২। ঠোঁটে নারিকেল তেল ম্যাসাজ করুন।
৩। এরপর ঠোঁটে লাগান পেট্রোলিয়াম জেলি অথবা লিপ বাম।

৪। নিয়মিত ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ব্যবহার করুন গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ।
৫। বাইরে বের হলে ঠোঁটে সানস্ক্রিন ব্যবহার করুন।
৬। ঠোঁট ফাটা প্রতিরোধে নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন।