শিশুর মানসিক স্বাস্থ্যে দাঁতের ভূমিকা

0
61
শিশুর দাঁত
মা তার বাচ্চাকে ব্রাস করিয়ে দিচ্ছেন
শিশুর দাঁত
মা তার বাচ্চাকে ব্রাস করিয়ে দিচ্ছেন

দাঁতে ক্যারিজ বা গর্ত বাচ্চাদের স্বাভাবিক একটি রোগ। স্কুলে যাওয়া বাচ্চাদের মধ্যে তাদের স্বভাবজনিত প্রিয় খাবার যেমন- আইসক্রিম, চকলেট, কোমলপানীয়, কৃত্রিম জুস, আলুর চিপস্, ফার্স্ট ফুড ইত্যাদির সাহায্যে তৈরি হওয়া দাঁতের গর্ত যখন বিনা চিকিৎসায় দাঁতের মধ্যকার মজ্জাকে আক্রান্ত করে তখন ব্যথা শুরু হয় ও পরে দাঁতের গোড়ায় ফুলে যায় আর দাঁতটি ভেঙে যায়।

যেসব শিশুর মুখের স্বাস্থ্য ভালো থাকে তাদের লেখাপড়ায় আগ্রহ, নিজের ওপর আস্থা, স্মরণশক্তি স্বাভাবিক, শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও পর্যাপ্ত পুষ্টি, প্রাণসঞ্চলতাসহ মানসিকভাবে উৎফুল্ল থাকে।

অসুস্থ দাঁত দিয়ে খাবার গ্রহণে কষ্টের কারণে অপুষ্টি, স্কুলের প্রতি অনিহা, লেখাপড়ায় অমনোযোগিতা প্রভৃতি হয়। দুধদাঁত সঠিক সময়ে না পড়ে আগে বা পরে পড়লে স্থায়ী দাঁত এলোমেলো হয়ে ওঠার আশঙ্কা থাকে, তখন সৌন্দর্যের ঘাটতি থেকে মানসিক কষ্ট হতে পারে, ফলে স্বাভাবিক হাসিতে ব্যতয় ঘটে। হাসি আমাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম মাধ্যম, ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম হাতিয়ার।

যে কোনো বয়সের যে কেউ তার এলোমেলো ও বিবর্ণ দাঁত নিয়ে মনোকষ্টে ভুগতে পারে। বিবর্ণ দাঁতের অন্যতম কারণ সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করা, ধূমপান, পান জর্দা, আঘাত, দাঁত ক্ষয়, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।