একই পোশাক না ধুয়ে কতবার পরা যাবে?

0
54
পোশাক ধোয়া
ছবি: সংগৃহীত
পোশাক ধোয়া
ছবি: সংগৃহীত

ফ্যাশন সচেতন মানুষ নানা রকমের পোশাক পরিধান করে। আর পরিষ্কার কাপড় স্বাভাবিক সৌন্দর্য বাড়ায়। সুন্দর ও উত্তম পোশাক বলতে দামি পোশাকই নয় বরং রুচিশীল, মার্জিত ও পরিষ্কার পোশাককে বোঝায়।

রোগের জীবাণু বা ক্ষতিকর বিষয় থেকে মুক্ত থাকতে কাপড় ধুয়ে পরিষ্কার রাখতে হয়। তবে এক পোশাক বারবার পরলে নোংরা হয়ে যায় না। যিনি পরছেন তার ব‍্যবহারের ওপর নির্ভর করে পোশাকের পরিচ্ছন্নতা। স্বাস্থ্যবিধি মেনে চলতে অনেকেই পোশাক না ধুয়ে দ্বিতীয়বার পরেন না। এই অভ্যাস ভুল নয়। তাতে ত্বকে কোনো সংক্রমণের আশঙ্কা কম থাকে। পাশাপাশি এটাও ঠিক, পোশাক বারবার ধুলে তা নষ্ট হয়ে যায়। তাহলে একই পোশাক না ধুয়ে কতবার পরা যাবে

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই বিষয়ে বলা হয়েছে, এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। সেটা নির্ভর করবে পোশাকের ওপর। তবে অন্তর্বাসের ক্ষেত্রে না ধুয়ে দ্বিতীয়বার পরা ঠিক নয়। কারণ এই ধরনের পোশাক শরীরের যে অংশে পরা হয়, সেখানে এমনিতেই ব‍্যাক্টেরিয়া থাকে। ফলে একই অন্তর্বাস কখনও দু’বার পরা উচিত নয়।

তবে জিনস, পায়জামা, শার্টের মতো কিছু পোশাকের ক্ষেত্রে এ বিষয়ে ছাড় আছে। এ ধরনের পোশাকগুলো বারবার ধুলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। না ধুয়ে কতবার এই ধরনের পোশাক পরা যাবে, তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এটা পুরোটাই নির্ভর করছে যিনি পরছেন, তার ব‍্যবহার করার ওপর।