বিভিন্ন সময় অনেকের পা ফুলে যায় অথবা পায়ে পানি জমে যায়। এই পা ফুলে যাওয়া অথবা পায়ে পানি জমা কেন হয়? এটিকে অনেকেই স্বাভাবিক ঘটনা বলে মনে করেন। তবে এটি যে মারাত্মকও হতে পারে সে বিষয়ে সচেতন হতে হবে।
পায়ে পানি জমে গেলে এবং পা ফুলে গেলে প্রথমেই যে ভয়টা লাগে সেটা হলো কিডনিতে কোনও সমস্যা হয়েছে কিনা। সি.কে.ডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিস এবং একিউট কিডনি ফেলিওর হলেও পা ফুলে যেতে পারে অথবা পায়ে পানি জমে যেতে পারে। হার্টজনিত সমস্যা যেমন হার্ট ফেলিওর হলেও পায়ে পানি জমা হতে পারে। লিভারজনিত সমস্যা যেমন, লিভার সিরোসিস হলেও পা ফুলে যেতে পারে এবং পায়ে পানি জমা হতে পারে।
যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ট্যাবলেট এমলোডিপিন খান। এই ওষুধের সাইড এফেক্ট হিসেবেও তাদের পা ফুলে যেতে পারে এবং পায়ে পানি জমা হতে পারে।
এ ছাড়া কোনও কারণ ছাড়া বিশেষ করে মহিলাদের যাদের পায়ের মাশেলের কোন এক্সারসাইজ হয় না তাদের অ্যানজিওনিউরোটিক এডিমা হতে পারে। কিংবা দীর্ঘ সময় ধরে যদি বাসে বা ট্রেনে পা ঝুলিয়ে যাতায়াত করা হয়, সেক্ষেত্রেও অনেক সময় পা ফুলে যেতে পারে এবং পায়ে পানি জমা হতে পারে।
এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের ওপর, তাই বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সূত্র- নিউজ ১৮