বাবা-মায়ের ডায়াবেটিস থাকলে শিশুদের শরীরেও এই রোগ বাসা বাঁধার ঝুঁকি থেকে যায়। তাই পরিবারে কারও ডায়াবেটিস থাকলে শিশুদের প্রতি বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। শিশুদের রোজকার খাবারে চকোলেট, কর্নফ্লেক্স, প্যানকেক, নুডলস, মোমো, চিপস, বার্গারের আধিক্যের কারণেই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। ইদানিং অধিকাংশ শিশুই মাঠে গিয়ে খেলাধুলার বিষয়ে উদাসীন, উল্টে কম্পিউটারের সামনে বসে ভিডিও গেম খেলাতেই তাদের বেশি আগ্রহ। এই অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরেই শিশুদের শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস রোগ।
তাই শিশুদের মধ্যে কোন লক্ষণ দেখলেই অভিভাবকদের সতর্ক হতে হবে?
শিশু কি ঘন ঘন পানি খাচ্ছে? এটি কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিসের কারণে জিভে লালার পরিমাণ কমে যায়, গলা শুকিয়ে যায়। ডায়াবেটিসের মাত্রা অত্যধিক হারে বেড়ে গেলে গলায় জ্বালা, আলসার, এমনকি সংক্রমণ পর্যন্ত হতে পারে।
বোর্ডের লেখা পড়তে সমস্যা হচ্ছে শিশুর? কেবল টিভি দেখার বা মোবাইল ঘাঁটার ফলে দৃষ্টিশক্তির সমস্যা না-ও হতে পারে। ডায়াবেটিস শরীরে বাসা বাঁধলেও চোখের সমস্যা শুরু হয়।
শিশু সারাক্ষণ ঝিমিয়ে থাকছে। ঘুম থেকেও উঠেও তার ক্লান্তিভাব কাটছে না। এমনটা দেখলে সতর্ক হোন। ডায়াবেটিসের কারণে শরীরে দুর্বলতা দেখা দিতে পারে।
বার বার প্রস্রাব করাও কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। সন্তান যদি বার বার শৌচাগারে দৌড়ায়, তা হলে বুঝতে হবে তার রক্তে শর্করার মাত্রা বেড়েছে।
শিশুর শরীরে মাঝেমধ্যেই র্যাশ বেরোচ্ছে? গা-হাত-পায়ে কালো ছোপ পড়ছে? তা হলে কিন্তু সতর্ক হতে হবে। শিশুর মুখের ভেতরের অংশ, জিভে ঘন ঘন ঘা হলে বা জ্বালা করলে বিষয়টি এড়িয়ে যাবেন না। ডায়াবেটিস বাসা বাঁধলে এমনটা হতেই পারে।