সব কিছু ভুলে যাচ্ছেন, জেনে নিন কী রোগ আপনার!

0
140

সকালে উঠেই সারাদিনের রুটিন করে ফেললেন। কিন্তু কিছু সময় যেতে না যেতেই সব গুলিয়ে গেল। কোনভাবেই আর মিলাতে পারলেন না। তাহলে কী আপনার ভুলে যাওয়া রোগ হলো? হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন, ভুলে যাওয়া রোগের নাম ‘অ্যালঝেইমার’।

‘অ্যালঝেইমার ’ মস্তিষ্কের এমন একটি রোগ, যা আমাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। শুরুতে রোগী বুঝতে পারে না কেন এমন হচ্ছে। তবে বিপদ হয় ধীরে ধীরে। অনেক সময় আপনজনদেরও চিনতে পারে না।

তাহলে জেনে নেয়া যাক কী কী লক্ষণ আছে এই রোগের-

১. আস্তে আস্তে স্মৃতিশক্তি হ্রাস পায়। স্মৃতিশক্তির সমস্যা অ্যালঝেইমার রোগের প্রাথমিক উপসর্গ। খানিক আগে ঘটে যাওয়া ঘটনাও মনে থাকে না। তাছাড়া, জিনিসপত্র ভুল জায়গায় রাখা, গুরুত্বপূর্ণ কোনও তারিখ বা মুহূর্ত মনে রাখতে না পারা, কারও নাম, স্থান এবং বস্তুর নাম ভুলে যাওয়া।

২. এক কথা বার বার জানতে চাওয়া। জিনিসপত্র কোথায় রাখলেন, কেন রাখলেন, কিংবা পুরো ঘটনাই স্মৃতি থেকে চলে গেল।

৩. প্রাত্যহিক কাজ করতে বেশ অসুবিধা পোহাতে হয়। রান্নার প্রক্রিয়া ভুলে যাওয়া, দৈনন্দিন হিসাব – এগুলো মাথা থেকে বের হয়ে যায়। অনেক সময় দিতে হয়।

৪. মুড সুইং এ রোগের অন্যতম একটি লক্ষণ। ঘন ঘন মনের অবস্থার বদল হয়। শারীরিক কোনও সমস্যা থেকেও মেজাজ বিগড়ে যায়। মুড স্যুইং, বিভ্রান্ত হওয়া, সন্দেহ করা, উদ্বিগ্ন বা চিন্তিত, অল্পতেই দুঃখ পাওয়া – এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৫. এসব ছাড়া আক্রান্ত ব্যক্তির শারীরিক দুর্বলতা থাকে; পুষ্টিহীনতাও লক্ষ্য করা যায়।