দেশে বর্ষাকাল শুরু হওয়ায় বেশ কিছু দিন ধরে ঢাকার বায়ুমানে যথেষ্ট উন্নতি হয়েছে। রোববার (৯ জুলাই) বায়ুদূষণে শীর্ষে ১০-এর তালিকায় ঢাকার অবস্থান নেই। একই দিন এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ১৭৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই।
রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকের তালিকায় ঢাকার অবস্থান ৪৪তম।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার বলছে, সকাল ৯টা ২৪ মিনিটে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৫৬, যা মাঝারি অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এ স্কোর নিয়ে ঢাকা রয়েছে আইকিউএয়ারের তালিকার ৪৪ নম্বরে। একই দিন একিউআই সূচকে ১৭৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি। পাকিস্তানের করাচি ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে।
এ ছাড়াও দশম স্কোরে থাকা দেশগুলো হলো: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১৫২)। কাতারের দোহা (১৪৬), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৩৪), চায়নার চ্যাংডু (১১৭) ও চায়নার সাংহাই (১১০), ভারতের দিল্লি (১১০), উগান্ডার শহর কামপালা (১০৮), ইরাকের বাগদাদ (১০৭) এবং আফগানিস্তানের কাবুল রয়েছে ৭৬ স্কোর নিয়ে দশম স্থানে।
প্রতিদিন সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
কয়েক দিন টানা বৃষ্টির কারণে ঢাকার বাতাসের মানের উন্নতির দিকেই রয়েছে। ঢাকার বাতাস এখন ভালো বলে জানাচ্ছে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার। আইকিউএয়ারের তালিকায় আজ ঢাকার অবস্থান ৪৪। এদিকে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, মেলবোর্ন ও সিডনি রয়েছে শূন্য স্কোর নিয়ে শান্তিতে।