ডা. রেজাউল আমিন টিটুর নেতৃত্বে ব্রেইন টিউমারের সফল অপারেশন

0
356
ব্রেইন টিউমার অপারেশন
ছবি: সংগৃহীত

৩৬ বছর বয়স্ক নারী রোগী। যার আছে মরবিড ওবেসিটি (৫ ফিট দুই ইঞ্চি উচ্চতা, কিন্তু ওজন ১৩৬ কেজি অর্থাৎ বিএমআই ৫৫ এর বেশি)।

তিনি রাশমনো স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন ব্রেইন টিউমার নিয়ে যা আপাত দৃষ্টিতে ক্যান্সার বলে প্রতীয়মান হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশিষ্ট নিউরোসার্জন রেজাউল আমিন টিটুর নেতৃত্বে রোগীর ক্রানিওটমি অ্যান্ড রিমুভাল অব দ্যা টিউমার অপারেশন করা হয়েছে।

তাকে এনেস্থেসিয়া দেন এসিস্ট্যান্ট প্রফেসর ডা. আতীদ মুহাম্মদ মোল্লা ও কনসালটেন্ট কামাল আহমেদ চৌধুরী সজল।

অপারেশন শেষে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীকে এক্সটুবেট করা হয়েছে এবং ভাইটালস স্ট্যাবল আছে।