চুল কালার করুন বাড়িতেই, পার্লার নয়

0
60
চুল কালার
ছবি: সংগৃহীত

ঈদের প্রস্তুতির জন্য এরই মাঝে অনেকে ভিড় জমিয়েছেন নামিদামি কিংবা গলির ধারে ছোট পার্লারগুলোতে। রূপচর্চার নানা সেবার পাশাপাশি অনেকে বেছে নিচ্ছেন চুলের বাহারি ট্রিটমেন্ট। কেউবা চুলকে সাজাতে চাইছেন রঙিন রূপে। কিন্তু আপনি কি জানেন, রঙিন চুল পেতে এখন আর পার্লারে যাওয়ার প্রয়োজন নেই।
ক্ষতিকর কেমিক্যাল আপনার চুলের বারোটা বাজার জন্য দায়ী। তাই চেষ্টা করুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বাড়িতেই চুল রঙিন করে নিতে। চুল রঙিন করতে এক্ষেত্রে বেছে নিতে পারেন প্রাকৃতিক কিছু উপাদানকে।

আজ আপনাদের এমন ৫ টি প্রাকৃতিক উপাদানের কথা বলব যা দিয়ে সহজেই চুল করে নিতে পারেন রঙিন। চুল রঙিন করতে মেহেদি আর চায়ের লিকারের কথা কম বেশি সবাই জানেন। কিন্তু আপনি কি জানেন, চুল রঙিন করতে বিটকে কাজে লাগাতে পারেন।

বিটের রস চুলায় ফুটিয়ে ঘন করে নিন। এ মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য নারিকেল তেল। শ্যাম্পু করার পরের দিন চুলে ১ ঘণ্টা মাথায় রাখার পর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর উপভোগ করুন রঙিন চুল।

একই উপায়ে বেদানা, গাজর, কফি, জামের রসকেও কাজে লাগাতে পারেন। এসব ফলের রঙ চুলে সপ্তাহ খানেকেরও বেশি দিন স্থায়ী হয়। তাই চুলের ক্ষতি না চাইলে এসব প্রাকৃতিক উপাদানেই রাঙিয়ে নিতে পারেন আপনার রেশমি চুল।