বিপজ্জনক ৩ ক্যানসারের লক্ষণ জানালো গবেষণা

0
80

‘ক্যানসার’ মানুষের মনে আতঙ্ক তৈরির এক শব্দ। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় কারণের মধ্যে রয়েছে মরণব্যাধি এ রোগের নাম। তাই এ রোগটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিশ্বে চালু রয়েছে নানা ধরনের গবেষণা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, নিউ ইয়র্কের ‘ক্যানসার রিসার্চ ইনস্টিটিউট’-র একটি গবেষণায় জানানো হয়েছে বিপজ্জনক ৩ ক্যানসারের উপসর্গ সম্পর্কে।

উল্লিখিত সেসব উপসর্গ থাকলে পরীক্ষানিরীক্ষার মাধ্যমে যাচাই করে নেয়া প্রয়োজন শরীরে ক্যানসার বাসা বাধার শঙ্কা।

গবেষণাটি থাইরয়েড, রক্ত ও মস্তিষ্কের ক্যানসারের উপসর্গ প্রসঙ্গে কিছু বিশেষ তথ্য দিয়েছে। এগুলো হলো-

১। থাইরয়েড ক্যানসার: যদি কারো থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে তবে চোখ স্বাভাবিক আকৃতি থেকে বড় হয়ে সামনের দিকে বেরিয়ে আসার উপসর্গ দেখা দেবে। এছাড়া বুক ধড়ফড় করা, ওজন কমতে শুরু করা থাইরয়েড গ্রন্থিতে ক্যানসারের লক্ষণ হতে পারে।

প্রায়ই বমি ও অজ্ঞান হওয়ার মতো সমস্যায় ভোগেন থাইরয়েড ক্যানসার রোগীরা। এ ক্ষেত্রে ঘাড়ের কাছে শক্ত মাংসপিণ্ডের উপস্থিতি লক্ষ করা যায়।

২। রক্তের ক্যানসার: রক্তের ক্যানসারে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক পর্যায়ে কোনও লক্ষণ থাকে না। তবে সময়ের গড়ানোর সঙ্গে সঙ্গে কমতে শুরু করে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ। প্রায়ই জ্বর ও সংক্রমণ হয় এমন রোগে ভোগেন রোগী। শরীরে কালশিটে পড়া রক্তের ক্যানসারের অন্যতম একটি লক্ষণ।

৩। মস্তিষ্কের ক্যানসার: মস্তিষ্কের ক্যানসারে শরীরে যেসব উপসর্গ বা লক্ষণ স্পষ্ট হয়ে উঠতে পারে সেগুলো হলো মাথাব্যথা, সকালে বমি হওয়া, দৃষ্টিশক্তির সমস্যা, চোখ ট্যারা হয়ে যাওয়া, কানে সবসময় ভোঁ ভোঁ আওয়াজ হওয়া ইত্যাদি। মস্তিষ্কের ক্যানসার রোগটি গুরুতর হয়ে উঠলে অঙ্গ বিকলও হয়ে যেতে পারে বলে জানিয়েছে নিউ ইয়র্কের ‘ক্যানসার রিসার্চ ইনস্টিটিউট’-র গবেষণাটি।