ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারালেন ৩২০ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৯৭ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬৫ হাজার ৭৬৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকা বিভাগের। অন্য দুজন চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা।