পেটে পানি জমলে পেট ভারী মনে হবে, আস্তে আস্তে ফুলে যাবে বা বড় দেখাবে। অনেক বড় হয়ে একপর্যায়ে শ্বাসকষ্ট হতে পারে। এসময় আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করে খুব সহজেই ধরা পড়ে রোগ।
পেটে পানি আসার মূল বিষয়ের মধ্যে থাকে লিভারের রোগ। যেটাকে বলা হয় লিভার সিরোসিস। আরেকটি বিষয় হলো টিবি বা যক্ষ্মা, বাংলাদেশে এটিও খুব প্রচলিত একটি রোগ। এই রোগের সাধারণ ধারণা হলো যক্ষ্মা শুধুমাত্র ফুসফুসে হয়। তবে এটি শরীরের যেকোনো অংশে হতে পারে। যক্ষ্মা যখন পেটে হয়, তখন অধিকাংশ ক্ষেত্রে এটি নির্ণয় করা অনেক কঠিন এবং দেরিও হয়ে যায়। বিভিন্ন রকম জটিলতা তৈরি হওয়ার পর নির্ণয় করা যায়। পেটে যখন যক্ষ্মার কারণে পানি চলে আসছে তখন রোগী অনেক ক্ষেত্রে বোঝেও না।
পেটে পানি আসা বা অ্যাসাইটিস হলো এমন একটি অবস্থা যেখানে পেটের মধ্যে অতিরিক্ত তরল জমা হয়। এটি সাধারণত কোন গুরুতর স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয়। পেটে পানি জমার কারণগুলো দেখে নিই-
১. লিভারের রোগ: সিরোসিস বা লিভারের দীর্ঘমেয়াদি রোগে পেটে পানি আসতে পারে। এটি অ্যাসাইটিসের সবচেয়ে সাধারণ কারণ।
২. হৃদপিণ্ডের সমস্যা: হৃদপিণ্ডের কার্যকারিতা কমে গেলে শরীরে ফ্লুইড জমা হতে পারে, যার ফলে পেটেও পানি জমতে পারে।
৩. কিডনির রোগ: কিডনি ঠিকমত কাজ না করলে শরীরে ফ্লুইড জমা হয়, যা অ্যাসাইটিসের কারণ হতে পারে।
৪. ক্যানসার: কয়েক ধরনের ক্যানসার (যেমন: লিভার, পেট, ডিম্বাশয়, বা অগ্ন্যাশয় ক্যানসার) পেটে পানি জমাতে পারে।
৫. প্রদাহ বা সংক্রমণ: পেটের ভেতর প্রদাহ বা সংক্রমণ (যেমন টিউবারকুলোসিস বা ব্যাকটেরিয়াল সংক্রমণ) হলে পানি জমতে পারে।