চুল পড়ার সমস্যা ইদানীং সবারই কম বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন এর প্রধান কারণ। তবে অল্প বয়সে চুল পড়ার কারণ বিভিন্ন রকম হতে পারে।
চুল পড়ার কারণ হিসেবে যেসব বিষয় বিবেচিত হয় সেগুলো দেখে নেয়া যাক-
জিনগত প্রভাব: যদি পরিবারের কেউ চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন, তবে এটি আপনার ক্ষেত্রেও হতে পারে। এটাই সাধারণত অল্প বয়সে চুল পড়ার একটি প্রধান কারণ।
হরমোনাল পরিবর্তন: হরমোনের অস্বাভাবিকতা যেমন থাইরয়েড সমস্যা বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম চুল পড়ার কারণ হতে পারে।
স্ট্রেস: মানসিক চাপ, উদ্বেগ বা দুঃখ চুলের বৃদ্ধির প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং চুল পড়ার কারণ হতে পারে।
পুষ্টিহীনতা: পর্যাপ্ত পুষ্টি না পাওয়া যেমন আয়রন, ভিটামিন ডি বা প্রোটিনের অভাব চুল পড়ার কারণ হতে পারে।
অস্বাস্থ্যকর জীবনযাপন: পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক কসরত না করা চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
স্ক্যাল্পের সমস্যা: স্ক্যাল্পে সংক্রমণ বা অন্যান্য সমস্যা যেমন ড্যান্ড্রাফও চুল পড়ার কারণ হতে পারে।
ব্যাধি: কিছু অসুখ যেমন অটোইমিউন রোগ বা ইনফেকশন চুল পড়ার কারণ হতে পারে।
আপনি যদি এ সমস্যার সম্মুখীন হন, তবে একজন ডার্মাটোলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করা ভালো, কারণ তারা আপনার চুল পড়ার কারণ নির্ধারণ করে সঠিক চিকিৎসা পরামর্শ দিতে পারবেন।