ইউরোপে এক প্রকার মশার সন্ধান পাওয়া গেছে যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তারের জন্য দায়ী। এই প্রজাতিটি ‘এডিস অ্যালবোপিক্টাস বা এশিয়ান টাইগার মসকিউটোস’ নামে পরিচিত।
বিবিসির এক প্রতিবেদন মতে, জলবায়ু পরিবর্তনের কারণে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হওয়ায় মশার এই প্রজাতিটি ইউরোপে ছড়িয়ে পড়ছে বলে জানায় ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল- ইসিডিসি।
ডেঙ্গু আমাদের জন্য এক নিয়মিত হুমকির নাম। এ পর্যন্ত বিশ্বের একশর বেশি দেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাত হাজার মানুষ।
একই বছর বাংলাদেশেও ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি তো নিয়ন্ত্রণে আসছেই না, বরং আরও খারাপের দিকে যাচ্ছে। এবার ইউরোপেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
ডেঙ্গু তেমন একটা দেখা না গেলেও, গত দুই দশক ধরে ইউরোপে ক্রমবর্ধমান হুমকির নাম মশা। এতদিন ধরে কেবল এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোয় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছিল।
তবে এবার ফ্রান্স, স্পেন, গ্রিসসহ ইউরোপের ১৩টি দেশে মশার এমন প্রজাতি পাওয়া গেছে, যেগুলো ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস বিস্তারের জন্য দায়ী।
আগামী মাসের শেষ দিকে অলিম্পিক গেমস শুরু হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এই আয়োজনে বিশ্বের লাখো মানুষ একত্র হবেন। সে সময় ইউরোপজুড়ে আরও দ্রুত মশার বিস্তারের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ইসিডিসি।
সম্প্রতি এডিসের এই প্রজাতিটি শনাক্ত হওয়া দেশগুলো হলো অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া ও স্পেন।