ঘিয়ে টাক মাথায় গজাবে চুল!

0
52
ঘিয়ে গজাবে চুল
ঘিয়ের ম্যাজিকে টাক মাথায় গজাবে চুল!

গরম ভাতে ঘি আমাদের সবারই পছন্দের খাবার। তবে এর বাই ঘি মাখারও অনেক উপকারিতা আছে। জেনে রাখা দরকার ঘি শুধু খেলেই হলো না, মাখলেও দারুণ উপকার রয়েছে। ব্যাপারটা অদ্ভুত লাগছে? এবার জেনে

নিন রূপ বিশেষজ্ঞরা কী বলছেন-

দূষণের কারণে চুল তার জেল্লা হারিয়ে ফেলে। তবে দুই চামচ ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ নারকেল তেল। সপ্তাহে একদিন চুলে ভালো করে মেখে নিন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন জেল্লা ফিরে আসবে।

দিন দিন চুল পাতলা হয়ে মাথায় টাক পড়ে যাচ্ছে? সপ্তাহে একবার ঘি মাসাজ করুন। সঙ্গে মিশিয়ে নিন অল্প নারকেল তেল। দেখবেন আপনার মাথায় ধীরে ধীরে চুল গজাবে। চুল পড়ার সমস্যাও দূর হবে।

অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এই সমস্যাও দূর করতে পারে ঘি। সপ্তাহে একদিন অল্প ঘি হালকা গরম করে চুলে মাসাজ করুন।

ঘিয়ে থাকা ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে পুষ্টি দিয়ে চুলের গোড়াকে ভেতর থেকে আর্দ্র করে, ফলে চুল নরম ও মসৃণ এবং ঝকঝকে হয়।

ঘিয়ের সঙ্গে আমলকী বা পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। এরপর ভালো করে মাসাজ করুন। চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এই মিশ্রণ।

তবে মাথায় রাখবেন চুলে ঘি ব্যবহারের পর অবশ্যই শ্যাম্পু করে নেবেন। রাতে ঘুমাতে যাওয়ার সময় চুলে ঘি ব্যবহার করবেন না।