যারা ব্রণের সমস্যায় ভোগেন, তারা এটি নিয়ে প্রায়ই বিব্রত। পাশাপাশি এ সমস্যাটি সৌন্দর্যহানিকরও। ব্রণের সমস্যায় অনেকেই ঘরোয়া পদ্ধতির ওপর ভরসা রাখেন। তবে এই ঘরোয়া পদ্ধতির মধ্যে কিছু উপাদান আপনি কখনও ব্রণের সমস্যায় ব্যবহার করতে পারবেন না।
বিউটিশিয়ানরা যদিও অনেক সময় এই উপাদানগুলোকে ত্বকে ব্যবহার করতে বলেন, তবে আদতে তা ব্যবহার করা ভালোর চেয়ে খারাপ পরিণতিই ডেকে আনে।
তাই আসুন আজকের আয়োজনে জেনে নিই ব্রণ বা ত্বকের সমস্যায় কোন উপাদানগুলোকে সব সময় এড়িয়ে চলার চেষ্টা করবেন।
লেবু: ফেসপ্যাক তৈরিতে লেবুর রস অনেক কাজে এলেও ব্রণের সমস্যায় একে মোটেও কাজে লাগানো যাবে না। কেন না ব্রণের ত্বকে কোষ বা টিস্যুগুলো বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। এই অবস্থায় লেবুর রস প্রয়োগে ত্বক পুড়ে যাওয়া কিংবা জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনাই বেশি।
টুথপেস্ট: অনেকেই রূপচর্চায় টুথপেস্ট ব্যবহার করেন। ঝটপট সমাধান পেতে অনেকেই ব্রণের ওপর টুথপেস্টের প্রলেপ লাগান। এতে ব্রণ দ্রুত শুকালেও ত্বকে ছোপ ছোপ কালো দাগ তৈরি হয়। যা সহজে ত্বক থেকে দূর হতে চায় না। তাই সাময়িকভাবে ব্রণ থেকে মুক্তির জন্য টুথপেস্ট ত্বকে ব্যবহার করা এড়িয়ে চলুন।
ভিটামিন ক্যাপসুল: রূপচর্চায় এখন বেশ জনপ্রিয় ভিটামিন সি, ভিটামিন ই অথবা ভিটামিন এ ব্যবহার করা। এইসব ভিটামিন ক্যাপসুল ত্বকের পুষ্টি জোগাতে কার্যকরী হলেও তরলের পরিমাণে হেরফের হলে তা ত্বকের মারাত্মক ক্ষতি করে। ব্রণ থাকলে এই সমস্যা আরও তীব্র হয়ে ওঠে।
তাই চেষ্টা করুন ব্রণের সমস্যায় এসব উপাদান ব্যবহার না করতে। বরং কোনো ত্বক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী লাইফস্টাইলে পরিবর্তন আনুন। পাশাপাশি ত্বক পরিচর্যায় সরাসরি কোনো উপাদান ব্যবহার না করে চেষ্টা করুন ভিটামিন সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করতে।