ক্যানসার মূলত অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের সংখ্যা অনেক বেশি। পৃথিবীর সর্বস্তরের মানুষের জন্য এই মরণব্যাধি ক্যানসার সমানভাবে বিশাল আকারের হুমকি। কারণ, প্রাথমিক অবস্থায় ক্যানসার সহজে ধরা পড়ে না। আর ক্যানসার ধরা পড়ার পর এর চিকিৎসা খরচও অনেক বেশি।
যে কারণে ক্যানসার নামটি শুনলেই আঁতকে ওঠে রোগী ও রোগীর পরিবার। ক্যানসারের চিকিৎসা যেমন দীর্ঘমেয়াদি তেমনি ব্যয়বহুলও। ক্যানসার রোগ থেকে বাঁচতে একজন রোগীর কত টাকার প্রয়োজন হয় তা জানার আগে জানতে হবে ক্যানসার রোগের চিকিৎসা কি রয়েছে?
ক্যানসারের বিভিন্ন ধরন অনুযায়ী চিকিৎসাও বিভিন্ন ধরনের হয়ে থাকে। ক্যানসার প্রথম পর্যায়ে থাকলে চিকিৎসক ওষুধের মাধ্যমে ক্যানসার সারিয়ে তুলতে চেষ্টা করেন। কিন্তু রোগটি জটিল পর্যায়ে যেতে শুরু করলে রেডিওথেরাপি বা অস্ত্রোপচারের পথ বেছে নেন চিকিৎসক।
সর্বশেষ পর্যায়ে কোনো উপায় না পেলে চিকিৎসক কেমোথেরাপি চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন রোগীর ওপর। এ চিকিৎসা পদ্ধতিতে রক্তের মাধ্যমে শরীরে ওষুধ প্রয়োগ করেন চিকিৎসক। এ ওষুধ রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করেই ছড়িয়ে থাকা ক্যানসারের কোষগুলোকে খুঁজে ধ্বংস করে।
ক্যানসার নিরাময়ের অত্যাধুনিক চিকিৎসার মধ্যে রয়েছে বায়োমার্কার টেস্টিং, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি।
সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে বছরে প্রায় দুই লাখ রোগী ক্যানসারে আক্রান্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতির একটি সমীক্ষা থেকে জানা যায়, এসব রোগীর বেশিরভাগই দরিদ্র পরিবার। চিকিৎসা খরচ জোগাতে রোগীরা নিজেদের জমিয়ে রাখা অর্থ খরচ করেন, চড়া সুদে ঋণ নেন, সম্পত্তি বিক্রি করেন।
সমীক্ষাটি থেকে আরও জানা যায়, সরকারি হাসপাতালেই ক্যানসার রোগীদের বছরে ছয় লাখ টাকা খরচ হয় চিকিৎসার জন্য। বেসরকারি হাসপাতালে এ ব্যয় বেড়ে আরও তিন গুণ, চার গুণে পৌঁছায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ এ প্রসঙ্গে বলেন, সরকারি হাসপাতালেই প্রতিমাসে একজন ক্যানসার রোগীর চিকিৎসার জন্য কমপক্ষে ৫০ হাজার টাকা খরচ হয়। ছয় মাসে তাদের অ্যাভারেজ খরচ হয়েছে ৪ থেকে ৬ লাখ। ক্যানসারের ধরন জটিল হলে কোনো রোগীর ৬ মাসে খরচ ৯ লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে।
ক্যানসার রোগীদের সরকারি এ চিকিৎসা খরচ ভারত থেকে কিছুটা বেশি। এ বিষয়ে জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নিজামুল হক বলেন, সরকারিভাবে আমাদের দেশে ক্যানসার চিকিৎসা ভারতের কাছাকাছি। যেমন কেমোথেরাপিতে যেটিতে ভারতের খরচ ২০ হাজারের মতো সেটা আমাদের দেশে ৩০ হাজারের মধ্যেই পেয়ে থাকে রোগীরা।