এক থেকে দুই বছরের শিশুর বিছানায় প্রস্রাব করা স্বাভাবিক হলেও পাঁচ কিংবা ছয় বছর বয়সে এমন ঘটনা স্বাভাবিক নয় বলে মনে করছেন শিশু বিশেষজ্ঞরা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাঁচ বছরের পর শিশুর বিছানায় প্রস্রাব করার ঘটনায় লুকিয়ে রয়েছে নানা জটিলতা। শারীরিক ও মানসিক সমস্যার কারণে শিশুদের এমন সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞরা।
মূলত ৫টি কারণে শিশুরা পাঁচ বছরের পরও নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ তৈরি করতে পারে না। আর এ কারণেই তারা ঘুমের মধ্যে বিছানাতেই প্রস্রাব করে দেয়। আসুন একে একে জেনে নিই কারণগুলো–
১। শিশুর মনে কোনো ভয় বা আতঙ্ক কোনো কারণে বাসা বেঁধে থাকলে শিশুরা ৫ বছরের পরও বিছানায় ঘুমের মধ্যে প্রস্রাব করে দেয়।
২। মূত্রাশয়ের স্নায়ু সঠিকভাবে কাজ না করলে বিছানায় প্রস্রাব করে দিতে পারে শিশুরা।
৩। শিশুর মূত্রাশয়ের গঠন ও আকারে সমস্যা থাকার কারণেও এমন হতে দেখা যায়।
৪। মূত্রনালিতে কোনো রকম সংক্রমণ থাকলে শিশুরা প্রস্রাব ধরে রাখতে পারে না। যে কারণে ঘুমের সময় প্রস্রাবের বেগ বুঝতে পারে না আর বিছানাতেই প্রস্রাব করে দেয়।
৫। রাতে ঘুমের সময় প্রস্রাবের উৎপাদন কমিয়ে দেয় অ্যান্টি ডিউরেটিক হরমোন’ (এডিএইচ)। কোনো শিশুর শরীরে এই হরমোনের মাত্রা কম থাকলে ৫ বছরের পরও ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে দেয় শিশুরা।
এই ৫ জটিলতার কারণ ছাড়াও স্বাভাবিক কারণে ৫ বছরের পরও শিশু বিছানা ভেজাতে পারে। যদি বাবা-মা শিশুকে সঠিক সময়ে প্রস্রাব করার অভ্যাস না করান, সে ক্ষেত্রেও এমনটা হতে দেখা যায় শিশুদের। তাই প্রথমে খেয়াল করুন ঠিক কী কারণে শিশুর মধ্যে এ সমস্যা তৈরি হয়েছে। যদি শারীরিক ও মানসিক সমস্যার কারণে শিশু এমন সমস্যায় ভোগে, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।