স্তন ক্যানসার এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে বর্তমান বিশ্বে। বহু মহিলা ও পুরুষও এই রোগে আক্রান্ত। কিন্তু ঠিক কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এই মরণ অসুখ, জেনে নেওয়া যাক-
স্তন ক্যানসারের একটি মূল উপসর্গ হলো স্তন থেকে বাহুমূল পর্যন্ত অংশে কোনও রকম মাংসপিণ্ড তৈরি হওয়া। এছাড়াও অন্য উপসর্গও দেখা দিতে পারে। যেমন- স্তনবৃন্ত থেকে রক্তের মতো স্রাব।
স্তনবৃন্ত ভেতর দিকে বসে যাওয়া, বৃন্তের চারপাশে খসখসে ত্বক, লালচে ভাব, রক্ত জমাটবাঁধা। বাহুমূলে ফোলা ভাব। ত্বকে পরিবর্তন। স্তনবৃন্তের কাছে ব্যথা বা আকার আকৃতিগত পরিবর্তন।
ব্রেস্ট সার্জারি এবং লম্পেক্টমি অর্থাৎ টিউমারের অংশ বাদ দিয়ে দেওয়া হয় সার্জারির মাধ্যমে। এ ছাড়া টিউমারের পার্শ্ববর্তী কিছু টিস্যুও কেটে দেওয়া হয়। এই অপারেশনের পর হরমোন থেরাপি, রে়ডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। এতে সাধারণত কাজ হয়ে যায়। ক্যানসার কোষ নির্মূল করা যায়।