ঢাকায় সাঁতার শিখবেন যেখানে

0
138

ঢাকা শহরে জলাধার দুষ্প্রাপ্য হলেও গোটা দেশ কিন্তু নদীমাতৃক। তাই পরিবারের ছোট্ট শিশুটির নিরাপত্তার জন্য সাঁতার শেখাটা জরুরি। শুধু শারীরিক নিরাপত্তা নয়, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যও সাঁতার শেখানো দরকার।

সবচেয়ে জনপ্রিয় শরীরচর্চার মধ্যে একটি হচ্ছে সাঁতার। সাঁতারে শরীরের একাধিক পেশি একসঙ্গে কাজ করে। ফলে নানা ধরনের ব্যথা, যন্ত্রণায় আরাম দিতে পারে সাঁতার। নিয়মিত সাঁতারে হৃদপেশির কার্যক্ষমতা বাড়ে, সেই সঙ্গে বাড়ে ফুসফুসের অক্সিজেন ধারণক্ষমতা।

ঢাকার যেসব স্থানে ভালো পরিবেশে সাঁতার শেখা যায়

ঢাকা অফিসার্স ক্লাব সুইমিংপুল

এখানে শুধু সাঁতার শেখানোই হয় না, একই সঙ্গে বছরে নানা রকম প্রতিযোগিতার আয়োজনও করা হয়। এই সুইমিংপুল হতে পারে সাঁতার শেখার প্রিয় একটি স্থান। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে যেকোনো সেশনে ভর্তি হতে পারেন। ক্লাবের সদস্যদের জন্য ১৬ দিনের প্রশিক্ষণের ফি ২ হাজার টাকা। বহিরাগতদের জন্য ৫ হাজার টাকা। এ ছাড়াও প্রতি মাসে ফি হিসেবে এই ৫শ টাকা লাগবে। যোগাযোগ করুন- ০১৯১৪৩৮০৩৩০ বা ০১৯১৩৮৫৫১৮১ নম্বরে।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স

পাঁচ বছর বয়স থেকে এই সুইমিংপুলে শুধু মেয়েরাই সাঁতার শেখার সুযোগ পায়। তবে অনূর্ধ্ব সাত বছরের ছেলেরাও সাঁতার শিখতে পারবে এখানে। পছন্দ অনুযায়ী সময়েই নারীরা এখানে সাঁতার শিখতে পারবেন। ধরনভেদে ১,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত ফি। যোগাযোগ : ৮৮০ ২-৯১১৯৭০৪, ধানমন্ডি ৩২ নম্বর রোড, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার শেখার জন্য ২ হাজার ১০ টাকা দিয়ে ৪৫ মিনিট করে ১৬টি ক্লাস করা যায়। দ্বিতীয় মাসে অনুশীলন করতে চাইলে নবায়ন ফি বাবদ এক হাজার টাকা দিতে হয়। এখানকার শিক্ষার্থীরা ১০০ টাকা দিয়ে সপ্তাহে দুটো করে ক্লাস করতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সুইমিংপুলের সদস্য নিতে পারেন ২৬০ টাকা দিয়ে। বিকালের শিফটে সুইমিংপুলের সদস্যদের ফি ছয় মাসের জন্য ৮ হাজার টাকা ও এক বছরের জন্য ১২ হাজার টাকা। এখানে ভর্তি হওয়া যাবে সাত বছর বয়স থেকে, কিন্তু প্রশিক্ষণার্থীকে লম্বায় কমপক্ষে অবশ্যই চার ফুট হতে হবে। সুইমিংপুলের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। যোগাযোগ করুন ০১৭৪৯ ২২২৩৮৮।

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স

এই সুইমিংপুলে এক ঘণ্টা করে সাঁতার কাটা যায়। এখানে ভর্তির বয়স কমপক্ষে আট বছর। রবিবার ও সোমবার বাদে প্রতিদিনি খোলা থাকে সুইমিংপুলটি। ভর্তি ফি তিন হাজার টাকা দিয়ে মাসের যে কোনো দিন-ই সাঁতার প্রশিক্ষণে ভর্তি হওয়া যাবে। প্রশিক্ষণের মেয়াদ ত্রিশ দিন যেখানে প্রতি সপ্তাহে ক্লাস থাকবে পাঁচ দিন। দ্বিতীয় মাস থেকে আড়াই হাজার টাকা দিতে হয়। এছাড়া একদিন সাঁতার কাটতে চাইলে এক ঘণ্টার জন্য ২৫০ টাকা। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা সাঁতার শেখার ব্যবস্থা আছে। দশ বছরের নিচে প্রশিক্ষণার্থীর ক্ষেত্রে সাথে একজন অভিভাবক সুইমিংপুলে প্রবেশ করতে পারবেন। যোগাযোগ : ০১৯১২০৫৭৪৯৭, ০১৬৮৯১৪৩৭৪৩, মিরপুর-২, ঢাকা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল

এই সুইমিংপুলটি শুধুমাত্র ছেলেদের জন্য। সাত বছর বয়স থেকে এখানে প্রশিক্ষণার্থী ভর্তি নেওয়া হয়। প্রথম মাসে ভর্তি ফি আড়াই হাজার এবং দ্বিতীয় মাস থেকে দুই হাজার টাকা। মাসের যে কোনো দিন ভর্তি হয়ে শুরু করা যাবে ত্রিশ দিনব্যাপী কোর্সটি। সপ্তাহে পাঁচ দিন এক ঘণ্টা করে ক্লাস। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, বুধবার এবং সোমবার বিকালে। শুধুমাত্র যারা সাঁতার জানেন তাদের একদিনের সাঁতার অনুশীলনের জন্য ঘণ্টা প্রতি নেওয়া হয় ২০০ টাকা।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের হেল্থ ক্লাবের সুইমিংপুলটিতে শুক্র থেকে সোমবার পর্যন্ত মোট চারদিন করে সারা মাসে মোট ১৬টি সাঁতারের ক্লাস নেওয়া হয়। ১২ এবং তার চেয়ে বেশি বয়স্কদের জন্য এক মাসের প্রশিক্ষণ ফি ১৫ হাজার টাকা। ১২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ১২ হাজার টাকা। একই পরিবারের একের অধিক সদস্য ভর্তি হলে দুই হাজার টাকা ছাড়ের ব্যবস্থা আছে। শিশুরা শুক্রবার থেকে শনিবার সকাল ৯টা থেকে ১০টা এবং রবিবার ও সোমবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সাঁতার শিখতে পারে। পুরুষদের জন্য শুক্র থেকে সোমবার রাত ৮টা থেকে ৯টা। নারীদের জন্য শুক্র ও শনি সকাল ৯ টা থেকে ১০টা এবং রবি ও সোমবার দুপুর ৩টা থেকে বিকাল ৪টা। একবারে হেলথ ক্লাবের সদস্য হলে সদস্য ফি এক বছরের ক্ষেত্রে এক লাখ বিশ হাজার টাকা এবং ছয় মাসের জন্য ৮৪ হাজার টাকা। এই সদস্যদের জন্য বছরের সব সময়ই সাঁতার কাটার জন্য বরাদ্দ। এছাড়া এক দিনের জন্য পনেরশ টাকা দিয়ে প্রাপ্ত বয়স্করা এবং সাতশ টাকা দিয়ে শিশুরা সাঁতার কাটতে পারে। যোগাযোগ : ৫৫০২৮০০৮। কারওয়ান বাজার, ঢাকা।

দ্য ওয়েস্টিন

এখানে কেবল পাঁচ থেকে ১২ বছরের শিশুদের সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়। খরচ ১৫ হাজার টাকা। এক ঘণ্টা করে মোট ১৬টি ক্লাস নেওয়া হয়। ক্লাস হয় প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত।এ ছাড়া এখানকার হেলথ ক্লাবের সদস্য হয়ে সাঁতার কাটা যায় ১২ মাস। সদস্য খরচ এক বছরের জন্য ৭৫ হাজার টাকা, ছয় মাসে ৫০ হাজার টাকা, তিন মাসে ৪০ হাজার টাকা আর এক মাসের জন্য ১৮ হাজার টাকা। এ ছাড়া এক হাজার ৬০০ টাকা দিয়ে এক দিনের জন্য সাঁতার কাটা যায়। সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত সদস্যরা সাঁতার কাটতে পারবে বছরের প্রতিটি দিন। যোগাযোগ: ৯৮৯১৯৮৮, গুলশান, ঢাকা।

রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল

রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটার জন্য এখানকার হেলথ ক্লাবের সদস্য হতে হবে। এক বছরের জন্য সদস্য হওয়ার খরচ বড়দের জন্য ৯৪ হাজার ৮৭৫ টাকা, ১৮ বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য ৬৬ হাজার ৪১২ টাকা এবং ১২ বছরের নিচের শিশুদের জন্য ৪৭ হাজার ৪৩৮ টাকা।এখানকার সদস্য হলেই সাঁতার শেখা যাবে। সপ্তাহে সাত দিনই সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে সাঁতার কাটা যায়। এখানে বড়দের ও ছোটদের জন্য আলাদা সাঁতারের ব্যবস্থা আছে। যোগাযোগ: ৮৭৫৪৫৫৫। ঢাকা।

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড

যাদের সাঁতার জানা আছে তারা এখানে ২ হাজার টাকায়, আর যাদের জানা নেই তারা ২ হাজার ৫০০ টাকায় সাঁতার কাটতে পারবেন মাসব্যাপী। যোগাযোগ: বাড়ি-১৪/ই, রোড-৯, গুলশান-১, ঢাকা।