ডেঙ্গু পরিস্থিতি দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের প্রায় ৫৩টি জেলায় ছড়িয়ে পড়েছে এডিস মশাবাহিত এ ভাইরাসটি। সব বয়সী মানুষের জন্য আতঙ্কের হলেও শিশুদের অবস্থা সবচেয়ে নাজুক করে ফেলছে ডেঙ্গু।
কয়েক দিন ধরে আশঙ্কাজনক হারে শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। ফলে চিন্তায় পড়েছেন অভিভাবকরা।
সরেজমিন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দেখা যায়, শিশুদের জন্য দেশের সবচেয়ে বড় এ চিকিৎসা প্রতিষ্ঠানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। যাদের অনেকেই আসছেন ঢাকার বাইরে থেকে। নানা জটিলতা দেখা দেয়ায় তাদের ঢাকায় আনতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা।
হাসপাতালের চিকিৎসকরা বলছেন, বর্তমানে জ্বর, মাথাব্যথা, পাতলা পায়খানা, বমিসহ নানা উপসর্গ নিয়ে আসা রোগীদের ডেঙ্গু ধরা পড়ছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ৬৪ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮০ শতাংশ হাসপাতালে ভর্তি হওয়ার ১ থেকে ৩ দিনের মধ্যে মারা যান। বাকি ১৪ শতাংশ ৪ থেকে ১০ দিনের মধ্যে এবং ৬ শতাংশ ১১ থেকে ৩০ দিনের মধ্যে মারা গেছেন।
ঈদের ছুটির পর পুরোদমে স্কুল খুললে শিশু ডেঙ্গু রোগী বাড়ার আশঙ্কা করছেন তারা। এ জন্য জ্বরের তিন দিনের মধ্যে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের।