দেড় মাস পর সবশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ছয় জন। এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি সবশেষ একজনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৮ হাজার ১৪ জন। মঙ্গলবার প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৩৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ৮২১ জন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মৃত্যুবরণকারী একজন পুরুষ। তিনি ঢাকায় অবস্থান করছিলেন।