বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাজারে নিয়ে এসেছে বিশেষ অ্যাম্বুলেন্স সেবা। গ্রামের সরু রাস্তায় অতি দ্রুততার সঙ্গে অন্য যেকোনো অ্যাম্বুলেন্স সেবা থেকে অধিক সাশ্রয়ী মূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে।
সম্প্রতি এমনই এক অ্যাম্বুলেন্সের দেখা মিলেছে রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ১৬তম ঢাকা মোটর শো-২০২৩-এর প্রদর্শনীতে।
এরই মধ্যে মানিকগঞ্জের সাটুরিয়াসহ কয়েকটি জায়গায় এই অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাচ্ছে। এ সেবা পেতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে। সেখান থেকেই নির্দিষ্ট গন্তব্যে গ্রামের আঁকাবাঁকা সরু পথ ধরে চলে যাবে অ্যাম্বুলেন্স।
এই অ্যাম্বুলেন্সের বিষয়ে বাজাজ থ্রি হুইলারের স্থানীয় ডিস্ট্রিবিউটর উত্তরা মোটরসের হেড অব সেলস মোহাম্মদ আনিসুজ্জামান বাবু বলেন, ‘এই অ্যাম্বুলেন্সটি আসলে আমরাই প্রথম বাজারে এনেছি। ডিজেলচালিত এই অ্যাম্বুলেন্স সাশ্রয়ী মূল্যে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য করবে। গ্রামের মানুষের জন্য এটি খুবই জরুরি একটি বিষয়।’
হঠাৎ কোনো নারীর প্রসব বেদনা কিংবা কারো হার্ট অ্যাটাকজনিত সমস্যা দেখা দিলে রোগীকে নিয়ে এই অ্যাম্বুলেন্স অতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে বলে উল্লেখ করেন তিনি।
কীভাবে একজন রোগী এই অ্যাম্বুলেন্স সেবা পেতে পারেন, সে বিষয়ে মোহাম্মদ আনিসুজ্জামান বাবু বলেন, ‘আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্সগুলো রাখার ব্যবস্থা করছি। এ বিষয়ে আমাদের কাজ চলছে। কেননা, কেউ অসুস্থ হলে আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যোগাযোগ করে। কাজেই তখন সেখান থেকেই রোগীর গন্তব্যে এই অ্যাম্বুলেন্স সেবা চলে যেতে পারবে। এতে গ্রামীণ স্বাস্থ্যসেবায় এক আমূল পরিবর্তন আসবে। মানুষ উপকৃত হবে।’
এর আগে বিকেলে ‘সেমস গ্লোবাল ইউএসএ’-র আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম।