থার্মোমিটার আবিষ্কারের ইতিহাস

0
149

ডেনিস বিশ্ববিদ্যালয়ের ডক্টর সেন্টোরিয়াস সর্বপ্রথম থার্মোমিটারের মাধ্যমে মানুষের দেহের তাপমাত্রা নির্নয় করেন। ঘটনাটি ঘটেছিল ১৬১২ সালে। তবে এই থার্মোমিটার যে তিনি আবিস্কার করেছেন এই দাবী তিনি করেননি। আমরা জানি যে যখন তাপ প্রয়োগ করা হয় তখন তরল পদার্থ আয়তনে বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়াকে তরল পদার্থের আয়তন প্রসারণ বলা হয়ে থাকে। এই তরলের আয়তন প্রসারণের সূত্রকে কাজে লাগিয়ে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট পারদ থার্মোমিটার আবিস্কার করেন। মূলত থার্মোমিটার হলো তাপমাত্রা নির্নয়ের একটি যন্ত্র। সাধারণত মানুষ যখন জ্বরে আক্রান্ত হয়, তখন জ্বরের মাত্রা কিংবা জ্বরের অবস্থা সম্পর্কে জানতে এই থার্মোমিটার ব্যবহৃত হয়ে থাকে।